সড়কে মৃত্যুর মিছিল কমাতে সড়ক পরিবহন বিধিমালার দ্রুত প্রণয়নের দাবি

বুধবার ১৭ আগস্ট সকাল ১১ টায় ঢাকা আহ্ছানিয়া মিশন, স্বাস্থ্য সেক্টরের সভাকক্ষে সড়ক পরিবহন বিধিমালার দ্রুত প্রণয়নের দাবীতে সাংবাদিকদের সাথে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ঢাকা আহ্ছানিয়া মিশনের স্বাস্থ্য ও ওয়াশ সেক্টরের পরিচালক ইকবাল মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সেন্টার ফর ইনজুরি প্রিভেনশন এন্ড রিসার্চের বাংলাদেশ পরিচালক ড. সেলিম মাহমুদ চৌধুরীসহ সাংবাদিকবৃন্দ ও ঢাকা আহ্ছানিয়া মিশনের রোড সেইফটি প্রকল্পে কর্মকর্তাবৃন্দ।
সভায় দৈনিক ইত্তেফাকের সিনিয়র রিপোর্টার জামিউল আহসান শিপু, দৈনিক যুগান্তরের সিনিয়র রিপোর্টার সিরাজুল ইসলাম, কালের কন্ঠের নিজস্ব প্রতিনিধি রেজওয়ান বিশ্বাস, দি বাংলাদেশ টুডের নিউজ এডিটর সাইফুল ইসলাম, যায়যায়দিন পত্রিকার নিজস্ব প্রতিনিধি গফফার খান চৌধুরী, দেশ রূপান্তর পত্রিকার নিজস্ব প্রতিনিধি ইমন রহমান, মানবজমিনের সিনিয়র স্টাফ রিপোর্টার শুভ্র দেব, জনকন্ঠের নিজস্ব প্রতিনিধি ফজলুর রহমান, ভোরের কাগজের নিজস্ব প্রতিনিধি ইমরান রহমান, আজকের পত্রিকার নিজস্ব প্রতিনিধি মারুফ কিবরিয়া, প্রতিদিনের সংবাদের নিজস্ব প্রতিনিধি আরমান ভুইয়ান, ঢাকাপোস্টের নিজস্ব প্রতিনিধি মনি আচার্য্য, জাগো নিউজের নিজস্ব প্রতিনিধি তৌহিদুজ্জামান তন্ময়, ডেইলি অবজারভার পত্রিকার বিজনেস রিপোর্টার শেখ আতিকুর রহমান, মুসলিম টাইমসের সিনিয়র রিপোর্টার শিকদার মুরাদ, বার্তা প্রবাহের ইব্রাহিম রহমান রবিন ও বাংলা টাইমসের স্টাফ রিপোর্টার হাফিজুর রহমান, ঢাকা আহ্ছানিয়া মিশনের রোড সেইফটি প্রকল্পের এ্যাডভোকেসি অফিসার (পলিসি) ডাঃ তাসনিম মেহবুবা বাঁধন ও এ্যাডভোকেসি অফিসার (কমিউনিকেশন) তরিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

Post Author: hsdam

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *