বিশ্ব স্বাস্থ্য সংস্থা এর পরসিংখ্যান অনুযায়ী বাংলাদেশে প্রতিবছর প্রায় ২৫,০০০ মানুষ সড়ক দুর্ঘটনায় মারা যায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এর পরসিংখ্যানে আরো বলা হয়েছে যে, বিশ্বে সড়কে প্রতি বছর প্রায় ১.৩ মিলিয়ন মানুষ মারা যায় । সড়ক দুর্ঘটনার একাধিক কারণ রয়েছে, যেমন-দ্রুত গতিতে গাড়ি চালানো,চালকদের মধ্যে প্রতিযোগিতা ও বেপরোয়া গাড়ি চালালোনোর প্রবণতা,দৈনিক চুক্তিভিত্তিক গাড়ি চালানো,লাইসেন্স ছাড়া চালক নিয়োগ,পথচারীদের মধ্যে সচেতনতার অভাব ,ট্রাফিক আইন ভঙ্গ,ফিটনেসবিহীন গাড়ি চালানো,মোটরযানে মানসম্মত হেলমেট ব্যবহার না করা ,সিটবেল্টের অপর্যাপ্ততা,যানবাহনে শিশুদের জন্য নিরাপদ আসন না থাকা এবং মদ্যপান বা নেশা জাতীয় দ্রব্য সেবন করে যানবাহন চালানো প্রভৃতি। সড়ক দুর্ঘটনা এড়াতে এবং চালকদের মাদক সেবন থেকে বিরত রাখতে “International Day Against Drug Abuse and Illicit Trafficking 2021” দিবসকে লক্ষ্য করে ঢাকা আহ্ছানিয়া মিশন স্বাস্থ্য সেক্টর কর্তৃক পরিচালিত আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারি প্রকল্পের ডাক্তার,নার্স ও স্বাস্থ্য কর্মী সকলে সংশোধিত সড়ক পরিবহন আইনে মদ্যপান ও নেশাজাতীয় দ্রব্য সেবন পরীক্ষণ পদ্ধতি অর্ন্তভূক্ত করার বিষয়ে সরকারের প্রতি আহবান জানান। উল্লেখ্য, আগামী ২৬ জুন ২০২১ তারিখ “International Day Against Drug Abuse and Illicit Trafficking 2021” দিবস। এবারের প্রতিপাদ্য বিষয় “মাদক নিয়ে হই সচেতন, বাঁচাই প্রজন্ম, বাঁচাই জীবন। ঢাকা আহ্ছানিয়া মিশন ১৯৯০ সাল থেকে মাদকবিরোধী কাযক্রম বাস্তবায়ন করে আসছে। মাদকবিরোধী কাযক্রমের অংশ হিসেবে স্বাস্থ্য সেক্টরের রোড সেইফটি প্রকল্প সপ্তাহব্যাপী Social Media Campaign-এর আয়োজন করা হয়েছে। আজ ২৩ জুন বুধবার এই “Social Media Campaign”-এ অংশ নেয়া স্বাস্থ্য সেক্টর কর্তৃক পরিচালিত আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারি প্রকল্পের ডাক্তার,নার্স ও স্বাস্থ্য কর্মী সকলে সংশোধিত সড়ক পরিবহন আইনে মদ্যপান ও নেশাজাতীয় দ্রব্য সেবন পরীক্ষণ পদ্ধতি অর্ন্তভূক্ত করার দাবি জানান।

Post Author: hsdam

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *