“সড়ক পরিবহন আইন ২০১৮” চলতি বছর সংশোধনের উদ্যোগ নিয়েছেন সরকার। আইনে হেলমেটের ব্যবহারের কথা বলা আছে, তবে সড়ক দুর্ঘটনা হ্রাসে মানসম্মত হেলমেটের ব্যবহার আবশ্যক”-বলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-০৪ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব সৈয়দ আবু হোসেন বাবলা। গত ২১ ই আগস্ট শনিবার তাঁর ঢাকার পোস্তগোলা কার্যালয়ে ঢাকা আহ্ছানিয়া মিশন স্বাস্থ্য সেক্টর কর্তৃক বাস্তবায়িত “Advocacy of Stronger Road Safety Legislation in Bangladesh” প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী শারমিন রহমান, এ্যাডভোকেসি অফিসার (পলিসি) ডা: তাসনিম মেহবুবা বাঁধন, এ্যাডভোকেসি অফিসার (কমিউনিকেশন) জনাব তোষিকে কাইফু-এর সঙ্গে সাক্ষাৎকালে মাননীয় এমপি এ কথা বলেন। এসময় ঢাকা আহ্ছানিয়া মিশনের প্রতিনিধি দল তাঁকে আরো অবগত করেন যে বর্তমান সড়ক পরিবহন আইনে এখনও কিছু দূর্বল দিক রয়েছে যার জন্য সড়ক ব্যবহারকারীরা আইন লঙ্গন ও দুর্ঘটনার শিকার হচ্ছে। এ বছরে পুনরায় সংশোধনের উদ্যোগ নিয়েছেন সরকার। গাড়ির গতি নিদিষ্ট করে দেওয়া, চালক ও যাত্রীদের জন্য সিটবেল্ট ব্যবহার বাধ্যতামূলক, মানসম্মত হেলমেটের ব্যবহার, শিশুদের জন্য নিরাপদ আসন নিশ্চিত করা ইত্যাদি সংশোধিত আইনে অন্তর্ভূক্ত করা একান্ত জরুরী। আইন সংশোধনে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে জনাব সৈয়দ আবু হোসেন বাবলা এমপির সক্রিয় ভূমিকা পালনে অনুরোধ করে প্রতিনিধি দল এবং তিনি এবিষয়ে প্রয়োজনীর সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।

Post Author: hsdam

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *