মাদক প্রতিরোধে গণসচেতনতা সৃষ্টি এবং মাদকাসক্তি চিকিৎসা ও পূনর্বাসনে অনন্য অবদানের জন্য। মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে আজ রবিবার (৩০ জুলাই ২০২৩) বাংলাদেশ শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে এই পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি মাদক বিরোধী জনসচেতনতা বৃদ্ধিমূলক কাজের জন্য ঢাকা আহ্ছানিয়া মিশনের স্বাস্থ্য ও ওয়াশ সেক্টরের পরিচালক ইকবাল মাসুদ এবং নারী মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রের ব্যবস্থাপক ফারজানা ফেরদৌস পিংকির হাতে নারী মাদকাসক্তদের চিকিৎসায় উল্লেখযোগ্য অবদানের জন্য এ পুরস্কার তুলে দেন।

দেশের বিভিন্ন অঞ্চলে মাদক বিরোধী জনসচেতনতা বৃদ্ধিমূলক কার্যক্রম বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানে কার্যক্রম বাস্তবায়ন এবং চিকিৎসা কেন্দ্রের স্বাস্থ্য সম্মত সুন্দর পরিবেশ, বিশেষজ্ঞ চিকিৎসক, মনোরোগ বিশেষজ্ঞ, কাউন্সেলর, কেস ম্যানেজার ও দক্ষ স্টাফ, আধুনিক চিকিৎসা পদ্ধতি, নিরাপদ পরিবেশ এবং রোগীদের অন্যান্য সুযোগ-সুবিধাসমূহ বিবেচনায় নিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঢাকা আহ্ছানিয়া মিশনকে এ পুরস্কার প্রদান করে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব জনাব মো: আবদুল্লাহ আল মাসুদ চৌধুরী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক জনাব মো: আবদুল ওয়াহাব ভূঞা। উল্লেখ্য, ঢাকা আহ্ছানিয়া মিশন ১৯৯০ সাল থেকে মাদকবিরোধী কার্যক্রম পরিচালনা করছে এবং ২০০৪ সাল থেকে পুরুষ এবং ২০১৪ সাল থেকে নারী মাদক ব্যবহারকারীদের চিকিৎসাসেবা প্রদান করছে। বর্তমানে মিশন গাজীপুর, মুন্সিগজ্ঞ এবং যশোরে পুরুষ মাদকাসক্তদের জন্যে তিনটি এবং ঢাকার শ্যামলীতে নারী মাদকাসক্তদের জন্যে একটি কেন্দ্র পরিচালনা করছে।

Post Author: hsdam

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *