
কারাফেরত ব্যাক্তিদের মাঝে জীবিকায়ণ সামগ্রী বিতরণ সম্পন্ন
গতকাল ০৩রা নভেম্বর ২০২১ প্রশিক্ষণপ্রাপ্ত ২৫ জন কারামুক্ত বন্দীদের মাঝে বিভিন্ন ধরণের জীবিকায়ন সামগ্রী প্রদানের মাধ্যমে উদ্যোগটি প্রাথমিকভাবে সম্পন্ন হয়। উক্ত জীবিকায়ন সামগ্রী বিতরণে উপস্থিত ছিলেন , ঢাকা আহছানিয়া মিশনের স্বাস্থ্য ও ওয়াশ সেক্টরের সহকারী পরিচালক জনাব মোঃ মোখলেসুর রহমান, ঢাকা আহছানিয়া মিশন কর্তৃক বাস্তবায়িত রুল অব ল প্রোগ্রাম, জিআইজেড প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী মোঃ আমির হোসেন ও প্রকল্পের অন্যান্য কর্মীবৃন্দ। উল্লেখ্য গত ১৭ ফেব্রুয়ারি ২০২১ খ্রিস্টাব্দে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব আসাদুজ্জামান খান, এমপি, উপস্থিতিতে উক্ত সহায়তা কার্যক্রম এর শুভ উদ্বোধন ও জীবিকায়ন সামগ্রী বিতরণ শুরু করেন। উক্ত উদ্যোগের মাধ্যমে সর্বমোট ১৫০ জন কারামুক্ত বন্দীদের মাঝে আধুনিক সেলাই মেশিন, গরু, ছাগল, রিক্সা, ভ্যানগাড়ি, ইলেকট্রিক টুল বক্স , ওয়েল্ডিং মেশিনসহ তাদের চাহিদা মোতাবেক বিভিন্ন ধরণের জীবিকায়ন সামগ্রী প্রদান করা হয়।